সাধারণ মানুষের মতো বিশ্বকাপ জ্বরে কাঁপছে তারকারাও। গত একমাস থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তাদের মতামত প্রকাশ করে আসছেন। ব্রাজিল সমর্থক যেমন আছেন ঠিক তেমনী আর্জেন্টিনা সমর্থক তারকারাও চ্যাম্পিয়ন হবার প্রত্যাশা করছেন খুব।
এর মধ্যে ব্রাজিলের বিদায় হলেও সবাই মিলেই শুভকামনা জানাচ্ছেন আর্জেন্টিার জন্য। তারা মনে করেন এবারে লিওনেল মেসির হাতেই উঠবে শিরোপা। বাংলাদেশ বুলেটিনের সাথে এমনটিই জানিয়েছেন ফুটবলপ্রেমী তারকারা-
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ: প্রিয় আর্জেন্টিনা এবারে বিশ্বকে মাত করে দিয়েছে। আশা করি ফাইনাল লড়াইয়ে মেসি চমক দেখাবে। প্রিয় দলের জন্য শুভকামনা।
রিয়ানা পারভীন পলি- আমি ব্রাজিল সাপোর্টার তবে মেসি ট্রপি নিলে অখুশী হবো না।
চিত্রনায়ক সিয়াম আহমেদ: এতদিন তিনি আমাদের এন্টারটেইন করে এসেছেন তার জাদুকরী খেলা দিয়ে। এটা তার শেষ বিশ্বকাপ। অবশ্যই তার হাতে বিশ্বকাপ ট্রফি আসবে এটা আমার আত্মবিশ্বাস।
চিত্রনায়িকা পরীমণি: অবশ্যই আর্জেন্টিনা মানে মেসির হাতে ট্রফি দেখতে চাই। বরাবরই বলটি মেসি অনেকটা আমার মতো। মথ ঝড়েও ভেঙে পড়ে না। আমি নিশ্চিত এবারে জয় পাবে মেসি।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী: আমি ফুটবল অতোটা না বুঝলেও চাই ট্রপিটা মেসির হাতেই উঠুক। ফুটবল ছন্দে মেতে থাকুক পৃথিবী।
অভিনেত্রী উর্মিলা হক: মেসি জাদুতে সারা বিশ্বের মতো আমিও
মাত হয়ে আছি। এবার আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ান হবে এটাই প্রত্যাশা। প্রিয় দলের জন্য শুভকামনা।
বাবু/জেএম