মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শিগগিরই ভারতের সঙ্গে সেপা চুক্তির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৭:১১ PM আপডেট: ১৮.১২.২০২২ ৭:১২ PM
ভারতের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, সেবা, অর্থনৈতিক ও পারস্পরিক সম্পর্ক বাড়াতে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট-সেপা) চুক্তির বিষয়ে, প্রথম বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। 
 
রোববার (১৮ ডিসেম্বর) আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান।

বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পূর্ণ আস্থা এবং স্থিতিশীলতার সঙ্গে অব্যাহত থাকবে বলে উভয়ই আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সীমান্ত হাট শক্তিশালী করতে উভয় দেশেই অবকাঠামো উন্নয়ন শুরু হয়েছে বলে জানান তারা।  

আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পণ্যমূল্য কমতে শুরু করায় দেশের বাজারেও এর প্রভাব পড়বে জানান সালমান এফ রহমান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নানা পদক্ষেপের কারণে শিগগিরই দেশের বাজারে ডলার সংকট অনেকাংশেই কেটে যাবে। এছাড়া হুন্ডির কারণে দেশে রেমিট্যান্স কিছুটা কম আসছে এবং সরকার এটা নিয়েও কাজ করছে। স্বাভাবিকভাবেই হুন্ডিতে লেনদেন কমে গেলে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ আবারও বাড়বে।

সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ক চমৎকার। বিশেষ করে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা কিভাবে আরও জোরদার করা যায় সাক্ষাতে সেসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।

এছাড়া বন্ধুপ্রতীম দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অর্থনৈতিক, বাণিজ্য, সীমান্ত হাট ও বন্দরের সক্ষমতা বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত