মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি বাহাদুর, সম্পাদক মাহবুব
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৭:২৭ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচনের ফল ঘোষণা করেন।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীল দল সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাপ্লায়েড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।

নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি বিপ্লব মল্লিক ও ড. মেহেদী হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া ও মুহাইমিনুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ  ড. ফাহদ হুসাইন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. লতিফা বুলবুল, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম স্বাধীন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহীন কাদির ভুঁইয়া। 

এছাড়া অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুজ্জামান, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম,  বাদশা মিয়া ও ড. অতুন সাহা সদস্য নির্বাচিত হয়েছেন।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত