আর মাত্র ৪৫ মিনিট, সব ঠিক থাকলে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জিততে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা এগিয়ে আছে ২-০ গোলে। শুরুতে পেনাল্টি থেকে মেসির গোলের পর ব্যবধান দ্বিগুন করেন আনহেল ডি মারিয়া।
লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলছিল আর্জেন্টিনা। পঞ্চম মিনিটে তারা প্রথম শট নেয়। ২৩তম মিনিটে এগিয়ে যায় মেসি বাহিনী। ডি বক্সের ভেতর আনহেল দি মারিয়াকে উসমান দেম্বেল ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। চলতি আসরে এটি মেসির ষষ্ঠ গোল।
৩৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুন করেন আনহেল ডি মারিয়া। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বল ধরে হুলিয়ান আলভারেস পাস দেন আলিস্তেরকে। তার পাস বক্সে বাঁ দিকে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ডি মারিয়া। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।
বাবু/এসআর