ক্লাব সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির সাফল্যে দারুণ খুশি হয়েছেন নেইমার। কাতার বিশ্বকাপ জয় করার মেসিকে অভিনন্দন জানাতে মোটেও দেরি করেননি এই ব্রাজিলিয়ান ফুটবলার।
আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পরপরই লিওনেল মেসিকে শুভেচ্ছ জানিয়েছেন নেইমার।
লুসাইল স্টেডিয়ামে রোববার ফাইনালে ৬ গোলের নাটকীয় লড়াইয়ে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
৩৬ বছরের অপেক্ষা শেষে দেশের তৃতীয় বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পূরণ হয়েছে মেসির সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরার স্বপ্নও। ম্যাচ শেষে ইন্সটাগ্রামে পিএসজি সতীর্থকে শুভেচ্ছা জানান নেইমার।
ছোট্ট বার্তায় লেলেন, ‘অভিনন্দন ভাই।’ সঙ্গে জুড়ে দেন হাততালির ইমোজি।
-বাবু/এ.এস