গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আনুষ্ঠানিকভাবে ‘গার্ডিয়ান ইয়াং লিডারশিপ প্রোগ্রাম’-এর সূচনা করেছে।এ বছরব্যাপী ম্যানেজমেন্ট ট্রেইনিং প্রোগ্রামটি ফাইন্যান্সিয়াল খাতে উজ্জ্বল ক্যারিয়ারের স্বপ্ন দেখা তরুণ স্নাতকদের জন্য একটি সুবর্ণ সুযোগ।
গত ১৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক অডিটোরিয়াম হলে ‘গার্ডিয়ান ইয়াং লিডারশিপ প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাসিনা শেখ।
তিনি বলেন, ‘গার্ডিয়ান লাইফের এই উদ্যোগটি বিমা শিল্পে দক্ষ জনশক্তি নিয়োগের প্রক্রিয়াটি আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে’।
গার্ডিয়ান লাইফের পরিচালক সৈয়দ আখতার হাসান উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এবং মানবসম্পদ বিভাগের প্রধান হাবিব চৌধুরী, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গার্ডিয়ান লাইফ বর্তমানে বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ইন্স্যুরেন্স কোম্পানি যার প্রধান পৃষ্ঠপোষক ব্র্যাক, স্কয়ার এবং এপেক্স। ২০১৪ সালে এর প্রতিষ্ঠালগ্ন থেকেই চতুর্থ প্রজন্মের ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটি দেশের ইন্স্যুরেন্স খাতকে আধুনিকীকরণে অগ্রগামী ভূমিকা পালন করেছে। উদ্ভাবনী ইন্স্যুরেন্স পরিষেবা, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রশংসনীয় গ্রাহক সেবার মাধ্যমে খুব অল্প সময়েই গার্ডিয়ান লাইফ ১.১ কোটি গ্রাহকের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
এবার গার্ডিয়ান লাইফ তার ইয়াং লিডারশিপ প্রোগ্রামের মাধ্যমে সম্ভাবনাময় কিছু তরুণদের আবিস্কার করতে উৎসাহী, যাদের মেধা ও নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানটিকে করবে আরও সমৃদ্ধ। এই ম্যানেজমেন্ট ট্রেইনিদের যথাযথ স্ক্রিনিং প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে। তাদেরকে গার্ডিয়ান লাইফের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট রেখে নানাবিধ কার্যক্রমের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রোগ্রামে লব্ধ ব্যবসায়িক জ্ঞান এবং দক্ষতা মেধাবী এই তরুণদের ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল খাতে শীর্ষস্থানে পৌঁছাতে প্রস্তুত করবে।
-বাবু/এ.এস