মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মেসি নেইমার এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা বাফুফের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৩৮ PM

আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘোচানোর মধ্য দিয়েই শেষ হলো মরুর বুকে প্রথম বিশ্বকাপ। আর বিশ্বকাপের আমেজ শেষ না হতেই ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশে আসবেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। মেসির সঙ্গী হিসেবে থাকছেন ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র।

যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে মেসি-নেইমার-এমবাপ্পেকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।

তার দাবি, বাংলাদেশে একটি প্রীতিম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। বাংলাদেশের দর্শকদের আক্ষেপ ঘোচাতে মেসি-নেইমারদের ক্লাব পিএসজির বিপক্ষে ইংলিশ জায়ান্ট লিভারপুলের প্রীতিম্যাচ আয়োজন করা হবে।

আর্জেন্টাইনদের ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ফুটবল বিশ্বমঞ্চে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মেসিরা। টাইব্রেকারে ৪-২ ব্যবধানেই ফ্রান্সকে হারিয়েছে আর্জেন্টিনা। ৯০ মিনিট পর্যন্ত খেলা ২-২ গোলের সমতা ছিল। এরপর অতিরিক্ত সময়েও স্কোরবোর্ড ৩-৩ ব্যবধানে সমতায় থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত