সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নীলফামারীতে অগ্নিকান্ডে ১১টি ঘর ভষ্মিভুত
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ২:৫৭ PM

নীলফামারী খোকশাবাড়ি ইউনিয়নের দোলাপাড়া এলাকায় অগ্নিকান্ডে পাঁচ পরিবারের ১১টি ঘর ভষ্মিভুত হয়েছে।

রবিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারেরা হলেন গোলাম কিবরিয়া, জহুরুল ইসলাম, নুরুল হক, মজিবর রহমান ও হবিবর রহমান। প্রত্যদর্শী শারমিন আকতার এলিন জানান, আগুনের লেলিহান শিখা দ্রুত  আশাপাশ ছড়িয়ে পড়ে। এর ফলে মুহুর্ত্বের মধ্যে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। কোন কিছু রক্ষা করতে পারেনি পরিবারগুলো। ফায়ার সার্ভিস সুত্র জানায়, অগ্নিকান্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৩০লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায় বলেন, আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলো নিম্ব আয়ের মানুষ। তাৎক্ষনিক ভাবে পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়।

আগুনে বসত ঘর, রক্ষিত মালামাল, দুটি গরুসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। নীলফামারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আগুন দ্রুত  নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ৩০লাখ টাকার মালামাল রক্ষা করা হয়েছে অগ্নিকান্ডের ঘটনায়।

এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে উপজেলা পরিষদ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। নগদ টাকা, শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত