টাঙ্গাইলের বাজারগুলো শীতকালীন শাকসবজিতে ভরে গেছে। কিন্তু দাম বেশি হওয়ায় সুবিধাবঞ্চিত মানুষরা কিনতে পারছেন না। তাই ১০ টাকার বাজার বসিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুদের জন্য ফাউন্ডেশন ও বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন’।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল শহরের হাজরাঘাট বস্তিতে এমন ভিন্ন রকমের বাজার দেখা যায়। এ বাজার থেকে ১০ টাকার বিনিময়ে মাছ, মাংস ও বিভিন্ন সবজি কিনতে পেরেছেন সাধারণ মানুষ। কমমূল্যে কেনাকাটা করতে পেরে খুশি সুবিধাবঞ্চিতরা।
শিশুদের জন্য ফাউন্ডেশন সূত্র জানায়, ১০ টাকার বিনিময়ে এক কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি বেগুন, এক কেজি মুলা, এক কেজি শিম, আধা কেজি পেঁয়াজ, ফুলকপি, লাউ, লালশাক, পালংশাক, তিনটি শিং মাছ বিক্রি করা হয়েছে। কাঁচা মরিচ দেওয়া হয়েছে ফ্রিতে। এছাড়া ক্রেতাদের মাঝে লটারির মাধ্যমে বিজয়ী ব্যক্তিদের কাছে ১০ টাকার বিনিময়ে এক কেজি ওজনের ব্রয়লার মুরগি বিক্রি করা হয়।
১০ টাকায় বাজার করতে আসা গৃহিণী রাশেদা বেগম বলেন, এতো কম টাকায় জিনিস কিনতে পেরে পুরো বস্তিবাসী খুবই আনন্দিত। আমরা চাই নিয়মিত এমন বাজারের ব্যবস্থা করা হোক।
দিনমজুর ইয়াকুব বলেন, অনেক দিন পর পরিবারের জন্য মাত্র ১০ টাকায় মুরগি কিনতে পেরেছি। আমাদের মতো গরিব মানুষের জন্য এমন বাজারের আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা। ১০ টাকার বিনিময়ে বাজার থেকে শুধু মুরগিই নয় সবজিসহ আরও অনেক পণ্য পেয়েছি।
১০ টাকার বাজারের সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম মুনিম বলেন, এ বাজারের ক্রেতা হিসেবে আগে থেকেই সুবিধাবঞ্চিত মানুষদের নির্বাচন করেছি। প্রতিটি পণ্যে ১০ থেকে ১২০ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়েছে।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের সমন্বয়ক মুঈদ হাসান তড়িৎ বলেন, সমাজের স্বল্প আয়ের মানুষদের জন্যই এ আয়োজন। চাল, ডাল, মুরগি, মাছসহ সব জিনিসের দাম ভর্তুকি দিয়ে রাখা হয়েছে মাত্র ১০ টাকায়। যেন সুবিধাবঞ্চিতরা টাকার বিনিময়ে জিনিস কিনেছেন এই আত্মতৃপ্তি পান। বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় এমন বাজারের আয়োজন দেশের বিভিন্ন জেলায় আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
বাবু/জেএম