মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত আলেকা বেগম
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৫:২৫ PM
ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ৪০ বছর বয়সী আলেকা বেগম। তিনি চিকিৎসার জন্য সহযোগিতা চান। পাঁচ সন্তানের জননী আলেকা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকা শান্তি নগরের দিনমজুর মো. শরিফুল ইসলামের স্ত্রী।

স্বামীর সংসার হতদরিদ্র হওয়ায় আলেকা বেগম বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু গত দেড় বছর ধরে তিনি ব্রেস্ট ক্যান্সারের সাথে লড়াই করছেন। আলেকা বেগম সুস্থ হয়ে বাঁচতে চান। বাসা-বাড়িতে কাজ করে আলেকা বেগম দিনমজুর স্বামীকে সহযোগিতা করতেন।

কিন্তু ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি আর কাজ করতে পারছেন না। চার ছেলে আর এক মেয়ে নিয়ে অভাবের সংসারে কোন রকম দিনপার করছেন। ভয়াবহ এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা খরচ মিলাতে পারছে না। যার কারণে তিনি বাঁচার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চান। আলেকা বেগম জানান, দেড় বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তিনি। বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি কাজ করতে পারছেন না। ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা করাও সম্ভব হচ্ছে না।’

তিনি জানান, ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ  ডা.ফরিদা আঞ্জুমান তার চিকিৎসা করছেন। ১৬টি থেরাপির মধ্যে ৮টি সম্পূর্ণ হয়েছে। আরও আটটি থেরাপি বাকি রয়েছে।’ বাকি থেরাপি ও চিকিৎসার জন্য আলেকা বেগম বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। যদি কোন বিত্তবান হতদরিদ্র আলেকা বেগমকে সাহায্য করেন, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। আলেকা বেগমের সাথে যোগাযোগ ও বিকাশ নম্বর  ০১৭৬৫৩৮০০৫৩।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত