বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রীপর্যায়ের পরবর্তী সম্মেলন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।
টুইটারে এক বার্তায় তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনের আয়োজক দেশ হতে পারে সংযুক্ত আরব আমিরাত সম্মানিত। বিশ্ব বাণিজ্য সংস্থার দেশগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ এবং আন্তর্জাতিক সহযোগিতা সহযোগিতা সহজতর করার জন্য আমরা সানন্দে অপেক্ষা করছি।
সম্মানিত প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম আয়োজক দেশ হওয়ার বিষয়টি ঘোষণা দিয়েছেন। অংশগ্রহণকারী দেশসমূহ এবং বিশ্ব বাণিজ্য সংস্থাকে তিনি স্বাগত জানিয়েছেন। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রীপর্যায়ের ১২তম সম্মেলন চলতি বছরের ১২-১৭ জুন সংস্থার সদরদপ্তর জেনেভায় অনুষ্ঠিত হয়।
সূত্র: খালিজ টাইমস
বাবু/এসআর