পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানু এলাকার এক কারাগারের কয়েকজন কর্মকর্তাকে রোববার তেহরিক ই তালেবানের সদস্যরা জিম্মি করেছে।
খবরে বলা হয়েছে, এক কারাগারের কয়েকজন কর্মকর্তাকে রবিবার টিটিপির সদস্যরা জিম্মি করে।
বানু পুলিশের মুখপাত্র মুহাম্মদ নাসিব রয়টার্সকে বলেন,‘সন্ত্রাসীরা বাইরে থেকে হামলা চালিয়েছে, নাকি ভেতরে তদন্ত চলার সময় অস্ত্র কেড়ে নিয়েছেন, তা নিশ্চিত নয়৷ ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তান প্রশাসন টিটিপির সঙ্গে বিষয়টি সমঝোতা করতে আলোচনায় বসে। কিন্তু ১৪ ঘণ্টা পার হলেও কোনো অগ্রগতি নেই।
বাবু/এসআর