বগুড়ার কাহালুতে ১ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গত রবিবার রাতে কাহালু উপজেলার ঘোন কালাই শিবতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই পূর্বপাড়ার মোস্তফা মন্ডলের ছেলে শামীম মন্ডল (২৩) ও রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৬)।
কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাব/জেএম