গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাফেজ হেদায়েত উল্লাহ (২০) নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হাফেজ হেদায়েত উল্লাহ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহর ছেলে। তিনি একই উপজেলার ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদের ইমাম।
উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানিয়েছেন, সকালে হাফেজ হেদায়েত উল্লাহ মোটর সাইকেলে করে কাশিয়ানীর দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা মাদ্রাসা এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাস তার মোটর সাইকেলকেটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা হেদায়েত উল্লাহ রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
তিনি আরো জানান, পুলিশ ঘাতক মাইক্রোবাসকে আটক করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ স্বজন কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম