রাজশাহীর চারঘাটে ২০২২-২৩ অর্থবছর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার র্কাযালয় বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে কর্মহীন জেলেদের বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা (ভারপ্রাপ্ত) প্রানি সম্পদ কর্মকর্তা নাজনীন নাহার, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে শেষে ইউসুফপুর ইউনিয়নের জেলে এনামুল হকসহ বিভিন্ন ইউনিয়নের বিকল্প কর্মসংস্থান লক্ষে ২০ জন জেলেদের মাঝে প্রত্যেকে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।
বাবু/জেএম