বিসিএস প্রশাসন অ্যাকাডেমি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মধ্যে রিসার্চ কার্যক্রম পরিচালনা এবং প্রশিক্ষণ প্রদানের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে শাহবাগের বিসিএস প্রশাসন অ্যাকাডেমির কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। ডিএনসির সহকারী পরিচালক (জনসংযোগ) মু. খালেদুল করিম জানান, এমওইউ সই অনুষ্ঠানে বিসিএস প্রশাসন অ্যাকাডেমির পক্ষে সই করেন রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন। ডিএনসির পক্ষে সই করেন মহাপরিচালক (গ্রেড-১) মো. আবদুল ওয়াহাব ভূঞা।
মানসম্মত ও তথ্যসমৃদ্ধ গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনা করার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতায় একে অপরের সহযোগিতার প্রয়োজন বলে সম্মত হয় দুপক্ষই। এছাড়া গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত মতামত বা সুপারিশ আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাবে বলেও বলেন তারা।
বিসিএস প্রশাসন অ্যাকাডেমি ও ডিএনসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাবু/এসআর