সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে কমেছে সূচক
দরপতন গড়াল পঞ্চম দিনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৮:১১ PM
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (২০ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে কমেছে সূচক, লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ২০ পয়েন্ট। ফলে বুধ, বৃহস্পতি, রবি, সোম ও মঙ্গলবার টানা পাঁচ কর্মদিবস দরপতন হলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আরও দরপতন হতে পারে এ ভয় ও আতঙ্কে শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে শেয়ার কেনার তুলনায় বিক্রেতার সংখ্যা বেশি। এ কারণে বাজারে লেনদেন কম হচ্ছে। ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ৩১৪টি প্রতিষ্ঠানের ৪ কোটি ৬ লাখ ৫১ হাজার ৫১৯ টি শেয়ার কেনা-বেচা হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ৩২২ কোটি ৪১ লাখ ১৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে দাম বেড়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আর অপরিবর্তিত রয়েছে ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৬ হাজার ২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত