সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৮:২৮ PM
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয়ী সেন। গতকাল সোমবার রাতে যশোরের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। মঙ্গলবার বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক মাঈন উদ্দীন।

পারিবারিক সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি জানান, গতরাতের কোন একটা সময় নিজ ঘরে সে আত্মহত্যা করেছে। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। আজ তার রাজশাহী ফেরার কথা ছিল।

শোক প্রকাশ করে তিনি বলেন, মৃত্যুঞ্জয়ী মেধাবী ছাত্র ছিল। পড়াশোনা প্রতি ছিল তার প্রবল আগ্রহ। কিন্তু মানসিক কারণে প্রায়শই সে অসুস্থ থাকত। তাই ঠিকমতো ক্লাসে উপস্থিত হতে পারত না। এমনকি কাঙ্ক্ষিত পড়াশোনাও চালিয়ে যেতে পারত না। এটা নিয়ে সে অনেকটা ডিপ্রেশনে ভুগত। সেটার জন্যই হয়তো সে আত্মহত্যা করতে পারে। তার মৃত্যুতে আমরা সকলেই গভীরভাবে শোকাহত। 

এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর থানার ওসি শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, তার মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত থাকায় পোস্টমর্টেম না করার কথা জানিয়েছে তার পরিবার। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত