টাঙ্গাইলের কালিহাতীতে দুইদিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (২১ ডিসম্বের) দুপুরে কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, তথ্য সেবা কর্মকর্তা সোনালী রাণী ও কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র- ছাত্রী বৃন্দ।
-বাবু/এ.এস