সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ২:২৪ PM

রাজধানীর মিরপুরের পূর্ব ইমামনগর এলাকায় এসির লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। তার নাম আরিয়ান (১৪)। এর আগে একই ঘটনায় হাজেরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়।

বুধবার (২১ ডিসেম্বর) ভোর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আরিয়ানের মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মিরপুর থেকে দগ্ধ দুইজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিয়ানের মৃত্যু হয়েছে। তার শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে একই ঘটনায় হাজেরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়।”

মৃত আরিয়ানের বাবা রেজাউল করিম বলেন, “গত ১৭ নভেম্বর এসির লিকেজ থেকে বিস্ফোরণে আমার ছেলে এবং বাসার আরেক নারী হাজেরা বেগম দগ্ধ হন। ১৮ নভেম্বর হাজেরা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং আজ আমার ছেলে ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।”

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত