ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩০ বোতল স্কফ সিরাপসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার উত্তর ইউপির চাঁনপুর গ্রামের মৃত রাজ্জাক মিয়া'র ছেলে রফিক মিয়া(৩৫)।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ৩০ বোতল স্কফ সিরাপসহ আটক রফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
-বাবু/এ.এস