রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
একঝাঁক তারকাদের সঙ্গে কলকাতা মাতাতে যাচ্ছেন ডিপজল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ২:৫৫ PM

খল অভিনেতা হিসেবে অভিনয় করে আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। পর্দায় নায়কের ভূমিকায়ও দেখা দিয়েছেন তিনি। দেশ-বিদেশে রয়েছে অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী। পার্শ্ববর্তী দেশ কলকাতায়ও ভক্ত রয়েছে চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত এই তারকার। তাই তো এবার কলকাতার ভক্তদের মাতাতে যাচ্ছেন এই অভিনেতা।

বুধবার (২১ ডিসেম্বর) ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ তথ্য জানান ডিপজল। তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর কলকাতার মুর্শিদাবাদ যাচ্ছি। আশা করি সবাই থাকবেন।

খল অভিনেতা জানান, মুর্শিদাবাদের জলঙ্গী জোড়তলায় অবস্থিত জলঙ্গী মহাবিদ্যালয়ে অনুষ্ঠান হবে। সেখানে ‘মেগা মিউজিকাল ধামাকা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডিপজল ছাড়াও বাংলাদেশ থেকে আরও পারফর্ম করবেন সংগীতশিল্পী এফ এ সুমন ও শারমীন দীপু।

দাঁইড় পাড়া গোল্ডেন সোসাইটির আয়োজনে এই অনুষ্ঠানে কলকাতা থেকে পারফর্ম করবেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, রুকমা রায়, মীর অ্যান্ড ব্যান্ডেজ, সুমনা দাস, জি বাংলার সারেগামাপা খ্যাত রাজা রায়, মিলি বোস, দোস্তজী প্রমুখ।

আগামী ২৩ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘মেগা মিউজিকাল ধামাকা’ অনুষ্ঠান। এতে দর্শকের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০০, ৫০০ ও ২০০ রুপি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত