দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত জেঁকে বসেছে। বুধবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। গতকাল সকাল ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন ও এক পৌরসভায় শীতার্ত মানুষের মাঝে ৪ হাজার ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, পর্যায়ক্রমে উপজেলায় গরিব ও শীতার্ত মানুষের মাঝে আরো কম্বল বিতরণ করা হবে।
বাবু/জেএম