খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চেঙ্গুছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রুম্পা ঘোষ।
অভিযানে আবদুল মতিনের ছেলে ইকবাল হোসেনকে ৫০ হাজার টাকা ও রমিজ মিয়ার ছেলে মো. ইমাম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, এ ধরনের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
বাবু/জেএম