রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
রুশ সেনাদের জন্য আর্থিক কোনো সীমা নেই : পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৭:৪১ PM
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন তা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার সশস্ত্র বাহিনীর বাৎসরিক সভায় তিনি এই প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘সশস্ত্র বাহিনীর জন্য আর্থিক কোনো সীমা নেই।’

সভায় পুতিন ইউক্রেনে ড্রোনের গুরুত্বের বিষয়ে বিশেষ নোট নিতে বলেন। রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শতান-২ মোতায়েনের জন্য শিগগিরই প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।

পুতিন বলেন, ইউক্রেনে নেওয়া সামরিক ক্যাম্পেইনের লক্ষ্য তিনি পূরণ করবেন। মস্কোতে অনুষ্ঠিত সভায় বক্তব্যে পুতিন প্রতিরক্ষা প্রধান এবং সেনাদের ‘হিরো’ বলে উল্লেখ করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ন্যাটো তাদের পূর্ণাঙ্গ সক্ষমতা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে। কমান্ডারদের তিনি সিরিয়ায় অর্জিত অভিজ্ঞতা ইউক্রেনে প্রয়োগের নির্দেশ দেন।

যুদ্ধক্ষেত্রে ক্ষয়-ক্ষতি একটি সাধারণ শোকাবহ ব্যাপার (ট্রাজেডি) উল্লেখ করে পুতিন বলেন, ইউক্রেন রাশিয়ার ভ্রাতৃত্বসম দেশ। শত্রুরা দুই দেশের বন্ধন নষ্ট করতে চেয়েছে এ কারণে বাধ্য হয়ে অভিযান শুরু করা হয়েছে।

সূত্র: আল জাজিরা, গার্ডিয়ান 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত