কাতার বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে গোল্ডেন গ্লাভস জয়ের পর অশ্লীল অঙ্গভঙ্গি করে জন্ম দেন বিতর্কের। সেই বিতর্কের রাশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কের জন্ম দিলেন মার্টিনেজ।
বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে রাজধানী বুয়েন্স আয়ার্সের ছাদখোলা ট্রফি প্যারেডে অংশ নেয় আর্জেন্টিনা ফুটবল দল। সেই বাসে ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ছাদখোলা বাসে একটি ছোট পুতুলে এমবাপ্পের মুখচ্ছবি লাগিয়ে কোলে নিয়ে আছেন মার্টিনেজ। মূলত এমবাপ্পেকে অপমান করতেই এমন উদযাপন করেছেন মার্টিনেজ।
বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে লাতিন ফুটবলকে নিয়ে কটাক্ষ করে এমবাপ্পে বলেছিলেন, ‘যখন আমরা বিশ্বকাপে পৌঁছাই তখন আমরা সেখানে প্রস্তুত হয়েই যায়। অন্যদিকে লাতিন আমেরিকার ব্রাজিল এবং আর্জেন্টিনা এই স্তরে নেই। সেখানকার ফুটবল ইউরোপের মতো উন্নত নয়। তাই আগামী বিশ্বকাপগুলোতেও সবসময় ইউরোপিয়ানরাই জয়ী হবে।’
এমবাপ্পের এমন মন্তব্যে মার্টিনেজ বলেন, ‘তার যথেষ্ট ফুটবল জ্ঞান নেই। সে কখনো দক্ষিণ আমেরিকায় খেলেনি। যা নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা নেই, তা নিয়ে আলোচনা করা সাজে না আপনার। কিন্তু এটা কোনো ব্যাপারই না। আমরা দুর্দান্ত একটি দল। মানুষ এভাবেই আমাদের স্বীকৃতি দেয়।’
বাবু/জেএম