রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৮:০৭ PM
কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ দূষণের অপরাধে পরিবহন মালিককে জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। অভিযানে ৭টি পরিবহন মালিককে ৬ হাজার টাকা জরিমানা ও ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। 

বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ধরলা সেতু সংলগ্ন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসীফ।  

মাত্রাতিরিক্ত শব্দ সৃষ্টি করার অপরাধে ও যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৭টি পরিবহনকে ৬ হাজার পাঁচশত টাকা জরিমানা ও এবং ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেন আদালত। এসময় অযথা হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি সচেতনতামূলক প্রচারণাসহ যানবাহনে শব্দদূষণ বিরোধী বিভিন্ন স্টিকার সংযুক্ত করা হয়। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসীফ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত