রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ছয় দিনের বাংলাদেশ দেখা শেষ হ‌লো বিদেশি গণমাধ্যমকর্মীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৮:৪৭ PM
ছয় দিনব্যাপী ‘ভিজিট বাংলাদেশ-২০২২’ শেষ করেছে ১১টি দেশের ১৩ জন গণমাধ্যমকর্মী। তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে জানতে দেশের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

বুধবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিনিধিদল গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ছয় দিনব্যাপী ভিজিট বাংলাদেশ শুরু করে। শুরুতে তারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই দিন তারা ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘরের গাইড তাদের জাতির পিতার স্মৃতি বিজড়িত বিভিন্ন বিষয় অবহিত করেন।

পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে তাদের অবহিত করেন। একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কর্তৃক আয়োজিত নৈশভোজে অংশ নেন।

প্রসঙ্গত, প্রতিনিধিদলে ছিলেন আলজেরিয়া, বাহরাইন, বুলগেরিয়া, কম্বোডিয়া, চীন, ওমান, রোমানিয়া, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও ভিয়েতনামের ১৩ জন গণমাধ‌্যমকর্মী।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত