চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যুর ঘটনায় পত্রিকায় প্রকাশিত সংবাদে জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সেই দুই কয়েদির মৃত্যুর পেছনে প্রকৃত ঘটনা কী? এ ঘটনায় কারো কোনো অবহেলা কিংবা নির্যাতনের বিষয় জড়িত ছিল কি না তা তদন্তের প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে দুই কয়েদির মৃত্যুর ঘটনা তদন্ত করে কমিশনে প্রতিবেদন প্রেরণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে আহ্বান জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
এ অবস্থায় বিষয়টি তদন্ত করে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারির মধ্যে কমিশনে প্রতিবেদন প্রেরণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের প্রতি আহ্বান জানানো হয়।
বাবু/এসআর