বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে বাউবির আঞ্চলিক কেনদ্রসমূহের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক জুম ওয়েবিনার গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ এমপি জুম ওয়েবিনারে সংযুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নানা দিক নির্দেশনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জেনে স্বাধীনতার চেতনা জাগ্রত করে আত্মবিশ্বাসী হয়ে স্বাধীনতা রক্ষার কথা বলেন বেনজীর আহমদ ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন জুম আলোচনায় সংযুক্ত হয়ে তার বক্তব্যে বঙ্গবন্ধুর সোনারবাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু , ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম।
বাবু/জেএম