চট্টগ্রাম টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচটিতে বল হাতে সাফল্য না পেলেও ব্যাট হাতে রান পেয়েছেন সাকিব আল হাসান। এর প্রভাব পড়েছে টেস্ট র্যাংকিংয়েও।
ব্যাটারদের র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। টাইগার ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন লিটন দাস। তিনি ১৪ নম্বরে জায়গা ধরে রেখেছেন। আর মুশফিকুর রহিম ১৯ নম্বরে উঠে এসেছেন।
এছাড়া উন্নতি হয়েছে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে নেয়া নাজমুল হোসেন শান্তরও। তিনি দুই ধাপ এগিয়ে ৮৪ নম্বরে উঠে এসেছেন। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন মার্নাস ল্যাবুশেন। এছাড়া স্টিভ স্মিথকে টপকে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠে এসেছেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক উঠে এলেন ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে। স্টিভ স্মিথ আছেন তিনে।
এদিকে টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে সাকিবের। টাইগারদের টেস্ট অধিনায়ককে তিন নম্বরে জায়গা ছেড়ে দিয়ে চারে নেমে গেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তবে আগের মতোই শীর্ষে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আর দ্বিতীয় স্থানে আছেন তার স্বদেশী সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।
বাবু/এসআর