মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাজাশাহী জেলা পুলিশ লাইন্স
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করলেন : স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১২:৫৮ AM
বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজশাহী জেলা পুলিশ লাইন্সে নির্মিত চিরঞ্জীব বঙ্গবন্ধু ম্যুরাল ও বীর মুক্তিযোদ্ধাগণের মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরবর্তীতে দুপুর ১২.৩০টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।

মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাগণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সকলকে ধারণ করতে হবে।

একই অনুষ্ঠানে আইজিপি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ পুলিশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি, আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

বীর মুক্তিযোদ্ধাগণের মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত