বাকেরগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। মোঃ হানিফ খানকে সভাপতি, মোঃ আনিসুর রহমান বাবুলকে সহ-সভাপতি, মোঃ শহিদুল ইসলাম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষনা দেয়া হয়।
বুধবার (২১ ডিসেম্বর) বরিশাল জেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা শ্রমিকলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার।
উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক আবুল কালাম ডাকুয়ার সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোহাম্মাদ ইউনুস, প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম চুন্নু, সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া।
-বাবু/এ.এস