মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে পটুয়াখালী প্রেসক্লাবের নব নির্বাচিত
সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১০:৪১ AM

পটুয়াখালী প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়কে গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পটুয়াখালী ঐতিহ্যবাহী প্রেসক্লাব-২০২৩ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক পদে র্নিবাচিত হয়েছেন যমুনা টিভির পটুয়াখালীর স্টাফ রিপোর্টার জাকারিয়া হৃদয়। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ ভোট অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল রহমান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এতে প্রিজাইডিং অফিসার ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান।

এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলী স্টারের পটুয়াখালী প্রতিনিধি অ্যাড. সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক হয়েছেন আফরিন জাহান নীনা এবং অর্থ বিষয়ক সম্পাদক হয়েছে বাংলাদেশ বেতার প্রতিনিধি আতিকুর রহমান। এছাড়াও কার্যকরি পরিষদের র্নিবাচিত হয়েছেন মানবজমিন প্রতিনিধি জালাল আহমেদ, যুগান্তর প্রতিনিধি বিলাস দাস, আমাদের অর্থনীতি প্রতিনিধি আতিকুল আলম, আমার সংবাদ প্রতিনিধি মশিউর রহমান বাবলু, জনকণ্ঠ প্রতিনিধি মোখলেছুর রহমান এবং প্রথম আলো প্রতিনিধি শংকর লাল দাস। ৩২ জন ভোটারের মধ্য বিভিন্ন পদে ১৮ জন প্রতিদ্বন্ধিতা করেছেন। গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড বলেন, পটুয়াখালীতে শান্তিপূর্ণভাবে ঐতিহ্যবাহী প্রেসক্লাব-২০২৩ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত। আমরা বিজয়ীদেরকে অভিনন্দন জানাচ্ছি। যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন। গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, পটুয়াখালী প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়সহ সকলকে গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত