সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
আখাউড়ায় আমন ধান সংগ্রহ শুরু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১১:০৩ AM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ অভিযান কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউপির নূরপুর গ্রামের কৃষক মোঃ শরীফ মিয়া কাছ থেকে ১ টন ধান ক্রয়ের মাধ্যমে এর উদ্ধোধন করা হয়। 

এ বছর কৃষকের কাছ থেকে ২২১ মেট্রিক টন ধান কেনা হবে। ২৮ টাকা কেজি ধরে প্রতি মন ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১২০ টাকা। একজন কৃষক ১ থেকে ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।

উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার।

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কৃষকদের ধান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত