গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের সুধী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ থানা প্রাঙ্গনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম (বিপিএম)।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমানের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন - গাজীপুর সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গোলাম সরোয়ার, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন প্রমুখ।
এ সময় কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) কে. এম সোহেল রানা, মোহাম্মদ সাব্বির রহমান, থানার অন্যন্যা পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস