সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা, সিইসিকে প্রার্থীর চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৫:৩৫ PM আপডেট: ২২.১২.২০২২ ৫:৩৭ PM
সুষ্ঠু ভোটের শঙ্কা থাকায় বাঘা পৌরসভায় সকল কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন ও নির্বাচন কমিশনের মনিটরিং চেয়েছে এক স্বতন্ত্র প্রার্থী। আগামী ২৯ ডিসেম্বর এ পৌরসভায় ভোট হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ হবে।

সুষ্ঠু ভোট হওয়া নিয়ে 'শঙ্কা 'প্রকাশ করে প্রচার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের শরণাপন্ন হয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এসে বাঘা পৌরসভার স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলীর প্রতিনিধি এক চিঠিতে এমন দাবি জানিয়েছেন।

সিইসির কাছে দেয়া চিঠিতে বলা হয়, 'আমি মো. আক্কাছ আলী আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী। প্রচারণার সময়ে বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সাথে কথা বলে বুঝেছি সুষ্ঠু ভোট হবে কি না তা নিয়ে সংশয়ে আছে, পৌরসভার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের কর্মীরা আমার কর্মীদের মারধর, হুমকি দিচ্ছে ও পোস্টার ছিঁড়ে দিচ্ছে। এ ধরনের ঘটনার জন্য মানুষ শঙ্কিত ও ভীত হচ্ছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত