মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৬:২৪ PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ বরপার একটি ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় আটক করা হয় ২ মাদক ব্যবসায়ীকে। বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জ থানাধীন বরপার খালপাড় সংলগ্ন জনৈক শামীম সাউদের ভাড়াটিয়া বাসা থেকে ওই মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- রূপগঞ্জ থানার মৃত ফজলুল করিমের ছেলে মো. শামীম পাটোয়ারী (৪১) ও মৃত আবুল হোসেনের ছেলে বিদাল হোসেন (৩৫)। জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এসআই মো. হাফিজুর রহমান, কাজী আফজা শাহীন ও এএসআই মনির হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

আটককৃত মো. শামীম পাটোয়ারীর স্বীকারোক্তির আলোকে, ভাড়া দেওয়া ঘরের ভেতরে কাল রঙয়ের ঢাকনাযুক্ত একটি নীল রঙয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে পলিথিনে মোড়ানো ৪ টি প্যাকেট ২৫ বোতল করে মোট ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত