চট্টগ্রামের নগরের মাদারবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা অ্যালুমিনিয়াম বোঝাই একটি ট্রাকে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৪টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শামসুল আলম। তিনি বলেন, ‘মাদারবাড়ি এলাকায় একটি ট্রাকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো হয়। গাড়িটি নিউমার্কেটমুখী অবস্থায় দাঁড়ানো ছিল।’
অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বাবু/জেএম