মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৭:০৬ PM
সরকারি চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর ২টি ভুয়া আইডি কার্ড, ৩টি পাসপোর্ট, ১টি মানিব্যাগ, ১টি চেক, ২টি এনআইডি কার্ড, ৩টি মোবাইলফোন, ৩টি সিমকার্ড ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল গতকাল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সুমনকে গ্রেপ্তার করে। সুমন নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এবং সরকারি বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে দীর্ঘ দিন ধরে প্রতারণা করে আসছিলেন। তিনি চাকরি প্রত্যাশীদের সরকারি চাকরি দেবে বলে মোটা অঙ্কের টাকা তাদের কাছ থেকে আত্মসাৎ করেছে।

তিনি বলেন, এক পর্যায়ে ভিকটিমদের চাকরি দিতে না পারায় আত্মগোপনে চলে যান তিনি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত