চলমান সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের লক্ষ্যে জোট গঠন করেছে ১২টি রাজনৈতিক দল। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিলুপ্ত হওয়ায় নতুন করে আত্মপ্রকাশ করেছে এই ১২ দলীয় জোট।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে জোটটি। জোটের মধ্যে থাকা রাজনৈতিক দলগুলো হচ্ছে- জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা), এনডিপি, মুসলিম লীগ (বিএমএল), জমিয়াতে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
বাবু/জেএম