রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ ও ফল ঘোষণায় কোথাও কেউ অনিয়মের চেষ্টা করলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সদ্য সাবেক এই মেয়র বলেন, কেউ যদি ভোটে অনিয়ম করতে চায়, তবে সে বোকার স্বর্গে বাস করছেন। নগরীর ২২৯টি ভোটকেন্দ্রের কোথাও যদি অনিয়ম করার চেষ্টা করা হয়, তাহলে জাতীয় পার্টি তাৎক্ষণিক অ্যাকশন নেবে। আমাদের শতাধিক নেতাকর্মী প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় থাকবে। তারা ভোটে অনিয়ম করতে আসা যেকোনো অশুভ শক্তিকে প্রতিহত করবে।
বাবু/জেএম