বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
‘নারী-পুরুষ সবার ক্ষমতায়ন নিশ্চিত করাই ছিল মুক্তিযুদ্ধের লক্ষ্য’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৭:৪৩ PM
নারী-পুরুষ নির্বিশেষে সকলের ক্ষমতায়ন নিশ্চিত করাই ছিল মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

তিনি বলেন, শোষণ-বঞ্চনা থেকে মুক্ত করে ১৯৭১ সালে সবুজে-শ্যামল বাংলাদেশ সৃষ্টি করলেন বঙ্গবন্ধু। বিশ্বের শোষিতের গণতন্ত্রের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটালেন। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নতুন স্বপ্ন বুনলেন। গ্রামীণ ব্যাংক বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে ধারণ করে দেশের দারিদ্র্য বিমোচনে নিরলস কাজ করে যাচ্ছে।

গতকাল বুধবার রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের অডিটোরিয়ামে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহিম খাঁন। এছাড়াও গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের সকল কমকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত