ক্রিকেট ও ফুটবলের মতো ভলিবলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তাজুল ইসলাম বলেন, বিভিন্ন দেশকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের পরিচিত ও ভাবমূর্তি উজ্জ্বল হবে। ক্রিকেট ও ফুটবলের মতো ভলিবলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ভলিবলেও অংশ নিচ্ছে বাংলাদেশ। খেলাধুলা মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ ভলিবল টুর্নামেন্ট আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও কিরগিজস্থান এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।
উদ্বোধনী দিনে বাংলাদেশ বনাম নেপালের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নেপালকে ৩-০ সেটে হারিয়ে বাংলাদেশ শুভসূচনা করেছে।
২৭-২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ও উইমেনস আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ শুরু হতে যাচ্ছে কক্সবাজারে। অলিম্পিক বাছাইয়ের খেলাও বাংলাদেশে আয়োজনের প্রস্তুতি চলছে। বিভিন্ন দেশ বাংলাদেশে এসে খেলবে।
বাবু/এসআর