মেহেরপুর সড়কে ট্রলির ধাক্কায় মাজহারুল মন্ডল নামের এক কৃষক নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের নতুনপাড়া মোড় ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজারুল মন্ডল সদর উপজেলার পিরোজপুর গ্রামের আক্তারুল মন্ডলের ছেলে। পুলিশ জানায় সকালে বাইসাইকেল যোগে গ্রাম থেকে কৃষক মুজারুল মন্ডল মেহেরপুর শহরে আসার পথে নতুন পাড়া ভূমি অফিসের সামনে পৌঁছালে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দিলে সড়কের উপরে ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে ঘাতক ট্রলি ও চালক পলাতক রয়েছে।
বাবু/জেএম