আইপিএলের নিলামের সব রেকর্ড ভেঙে দিলেন স্যাম কারান। সর্বকালের সব থেকে বেশি দামে বিক্রি হলেন ব্রিটিশ তারকা। ক্রিস মরিসের অতীত রেকর্ড ভেঙে ১৮ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড মূল্যে কারানকে দলে নিল পাঞ্জাব কিংস।
এর আগে ২০২১ আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস ১৬.২৫ কোটি দিয়ে ক্রিস মরিসকে কিনেছিল। সেটাই ছিল সর্বোচ্চ। এবার সেই রেকর্ড ছাপিয়ে গেলেন স্যাম কারান। শুধু কারান একা নন। ক্রিস মরিসকে ছাপিয়ে গিয়েছেন ক্যামেরন গ্রিনও। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।
এ দিকে বেন স্টোকসকে চেন্নাই সুপার কিংস নেয় ১৬.২৫ কোটিতে। ইংল্যান্ডের তারকাও স্পর্শ করে ফেলেন মরিসকে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বাবু/জেএম