মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বডি বিল্ডার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মিস্টার বাংলাদেশ হলেন কেরানীগঞ্জের তানভীর!
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৯:০৬ PM

বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশন আয়োজিত মি. বাংলাদেশ ২০২২ প্রতিযোগিতায় প্রায় ৩০ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন কেরানীগঞ্জের কৃতী সন্তান মোহাম্মদ তানভীর ইসলাম। তিনি কেরানীগঞ্জ মডেল থানার বন্দ ডাকপাড়া এলাকার বাসিন্দা।  মাত্র ২১ বছর বয়সেই এই সাফল্যের অধিকারী হলেন তানভির ইসলাম। ভবিষ্যতে তার সাফল্য কামনা করে শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার  (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (NOC) মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে গ্লোবাল কোম্পানির চেয়ারম্যান নাফিসুর রহমান প্রথম পুরস্কারের শিরোপা ও নগদ অর্থ ভানভীর ও তার মা সীমা বেগমের হাতে তুলে দেন।

তানভীর ইসলামের বড় ভাই এমিলি জানান, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি অন্যরকম আকর্ষণ ছিল তানভীরের। তবে অন্যান্য খেলাধুলার চেয়ে বডি বিল্ডিংয়ের প্রতি টান ছিল একটু বেশি। নিজেকে স্মার্ট ও ফিট রাখতে সব সময় পছন্দ করত সে। শখের বশে বডি বিল্ডিংয়ে নাম লেখালেও ২০১৮ সালে জাতীয়ভাবে প্রতিযোগিতায় অংশ নিতে নিজেকে তৈরি করতে শুরু করে তানভীর। পরে ২০২০ সালে মিস্টার বাংলাদেশ শরীর গঠন প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করে ১০ নাম্বার স্থান অর্জন করে। পরবর্তীতে তানভীর ২০২১সালে মিস্টার বাংলাদেশের তৃতীয় স্থান অর্জন করেন।

-বাবু/এ.এস
 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত