ঘাটাইলে ধান ভাঙ্গানোর মেশিনে কাপর পেচিয়ে মহিলার মৃত্যু
রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ১১:৩২ PM
টাঙ্গাইলের ঘাটাইলে ধান ভাঙ্গানোর মেশিনে কাপড় পেচিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত হাসনা খাতুন (৭০) উপজেলার দিঘর ইউনিয়নের দিঘর মধ্যপাড়া গ্রামের হযরত আলীর স্ত্রী। দিঘর ইউপি এর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ১০ টায় বাড়ির উঠানে ধান ভাঙ্গানো মেশিনের হলারে ধান দিতে যান হাসনা খাতুন।
এ সময় অসাবধানতা বশত তার পরনের কাপর মেশিনের বেল্টের সাথে প্যাঁচিয়ে যায়। এ সময় তিনি মুখে ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধারকরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।