মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সাভারে মিনিবাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩
আতিকুল ইসলাম, সাভার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১১:৪৫ AM

সাভারের কলমা এলাকায় লেগুনা ও মিনিবাস সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে সাভারের সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সাভার বিপিএটিসি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম দেওয়ান (১৯)। সে কলমা এলাকার ইউনুস দেওয়ানের ছেলে। অন্যরা হচ্ছেন- ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বাসিন্দা আকবর ফকিরের ছেলে ফজলুল ফকির (৪০) সে আশুলিয়া এলাকার একজন কাপড় ব্যাবসায়ী বলে জানা গেছে। অপরজনের নাম নাসির হোসেন (৪৫)। তার পুরো পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে লেগুনাটি আশুলিয়া যাচ্ছিল। এ সময় সড়কের অরুনা পল্লীর গেটের সামনে লেগুনাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহত হয় ৪ জন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এই বিষয়ে,সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন- সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় দুটি পরিবহনের সংঘর্ষ হয়। এসময় সাতজনকে আহত অবস্থায় এনাম মেডিকেল হাসপাতালে নেয়ার সময় তিন জনের মৃত্যু হয়। 
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-বাবু/এ.এস
  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত