সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ছোট সংগ্রহেও ভারতকে কাঁপিয়ে দিচ্ছে টাইগাররা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৪:১৩ PM
ঢাকা টেস্টে জয়ের জন্য ভারতকে মাত্র ১৪৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এই ছোট লক্ষ্যেই ভারতীয় ব্যাটারদের নাভিশ্বাস তুলছেন টাইগার বোলাররা। অধিনায়ক সাকিব আল হাসান লোকেশ রাহুলকে ফেরানোর পর নিজের প্রথম বলেই চেতেশ্বর পূজারাকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ।

ঢাকা টেস্ট জিততে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ দল। স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সফরকারীদের শুরুতেই কোণঠাসা করে ফেলেছে টাইগাররা। অধিনায়ক লোকেশ রাহুলের পর আউট চেতেশ্বর পূজারা। নুরুল হাসান সোহানের দারুণ স্ট্যাম্পিংয়ে ৬ রানেই ফিরে গেছেন টপ অর্ডার এই ব্যাটার।

দলীয় ৩ রানের মাথায় সাকিবের বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের কাছে ক্যাচ দিয়ে ফিরেন রাহুল। ব্যক্তিগত ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ভারত অধিনায়ক।

শনিবার তৃতীয় দিনে শেষ সেশননে এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ২ উইকেটে ২৩। উইকেটে আছেন শুভমান গিল এবং অক্ষল প্যাটেল। জয়ের জন্য ভারতের এখনও ভারতের প্রয়োজন ১২৩ রান। হাতে রয়েছেন দুই দিনেরও বেশি সময়। আর বাংলাদেশের চাই ৮ উইকেট।

এর আগে বাংলাদেশ দল আজ সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ২৩১ রান। ১ম ইনিংসে বাংলাদেশ তুলে ২২৭ রান। তারপর ভারতকে ১ম ইনিংসে ৩১৪ রানে আটকান সাকিব-তাইজুল ইসলামরা।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত